অ-১৭ এর মেয়েদের ভুটান অভিযান: বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ স্কোয়াড এবং ম্যাচগুলোর সময়সূচী
বাংলাদেশ অ-১৭ নারী ফুটবল দল আগামী ২০ আগস্ট, ২০২৫ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা মিশনে নামছে!
BANGLADESH FOOTBALLBANGLADESH U-17 FOOTBALL
ফাহিম লিংকন
8/15/20251 min read


ভুটানে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৫ সাফ U-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের U-১৭ নারী ফুটবল দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে।
বাংলাদেশ দলের ম্যাচ সূচি নিম্নরূপ:
২০ আগস্ট ২০২৫: বাংলাদেশ বনাম ভুটান – সন্ধ্যা ৬:০০ (বাংলাদেশ সময়)
২২ আগস্ট ২০২৫: বাংলাদেশ বনাম ভারত – দুপুর ৩:০০ (বাংলাদেশ সময়)
২৪ আগস্ট ২০২৫: বাংলাদেশ বনাম নেপাল – সন্ধ্যা ৬:০০ (বাংলাদেশ সময়)
২৭ আগস্ট ২০২৫: বাংলাদেশ বনাম নেপাল – দুপুর ৩:০০ (বাংলাদেশ সময়)
২৯ আগস্ট ২০২৫: বাংলাদেশ বনাম ভুটান – দুপুর ৩:০০ (বাংলাদেশ সময়)
৩১ আগস্ট ২০২৫: বাংলাদেশ বনাম ভারত – দুপুর ৩:০০ (বাংলাদেশ সময়)
বাংলাদেশ দল: ইয়ারজান বেগম, মেঘলা রানি, মৌমিতা খাতুন, শিউলি রায়, তানিয়া আক্তার, অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), ফাতেমা আক্তার, উম্মে কুলসুম, আরিফা আক্তার, মোসাম্মাত আলমিনা, রেশমি আক্তার, থুইনুয়া মারমা, সুরভী আকন্দ, রিয়া, আলফি আক্তার, প্রতিমা রানি, জবা রানি, ক্রানুচিং মারমা, সুরভী রানি, মামনি চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা ও আমেনা খাতুন।
Source: saffederation.org


বাংলাদেশ ফুটবলের খবর এবং বিশ্লেষণ।
যোগাযোগ
info@bdfootball.net
© bdfootball.net 2025. All rights reserved.

