বসুন্ধরা কিংসে যোগ দিলেন কিউবা মিচেল

সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের সাবেক মিডফিল্ডার কিউবা মিচেল এবার যোগ দিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে

BANGLADESH MEN'S FOOTBALL

ফাহিম লিংকন

7/29/20251 min read

১৯ বছর বয়সী এই ফুটবলার চলতি বছরের শুরুতে বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করেন এবং কিংসরা তাকে ঘরোয়া খেলোয়াড় হিসেবে নিবন্ধন করেছে।

গত ১ জুলাই থেকে ক্লাবহীন থাকা মিচেল শিগগিরই ঢাকায় এসে বসুন্ধরা কিংসের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগের প্রস্তুতির অংশ হিসেবে কিংস আরও একটি বড় ঘোষণা দিয়েছে—ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাবটি।

পাঁচবারের বিপিএল চ্যাম্পিয়নরা আগামী ১২ আগস্ট দোহায় সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার আল কারামা এসসির মুখোমুখি হবে।