বিদেশি কোচে শক্তিশালী হচ্ছে নারী ফুটবলের কোচিং স্টাফ

জানালেন বাফুফে উইমেন্স উইং এর প্রধান মাহফুজা আক্তার কিরণ

BANGLADESH WOMEN'S FOOTBALL

ফাহিম লিংকন

7/30/20251 min read

এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ার শীর্ষ পর্যায়ে জায়গা করে নেওয়ার পর বড় চ্যালেঞ্জের জন্য আরও প্রস্তুত হতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কোচিং স্টাফে আসছে বড় পরিবর্তন—তিনজন নতুন বিদেশি কোচ যুক্ত হচ্ছেন নারী দলের কোচিং প্যানেলে।

ইংলিশ কোচ পিটার বাটলারের নেতৃত্বে নারী দলের জন্য আনা হচ্ছে তিনজন বিদেশি বিশেষজ্ঞ—একজন গোলকিপিং কোচ, একজন নারী সহকারী কোচ এবং একজন ফিটনেস ট্রেইনার। এই তথ্য বুধবার নিশ্চিত করেছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন।

তিনি জানান, "আমি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ইতোমধ্যেই এই তিনটি পদের বিষয়ে কথা বলেছি। আমাদের দরকার একজন গোলকিপিং কোচ, একজন নারী সহকারী কোচ এবং একজন ফিটনেস ট্রেইনার। এই তিনজনই হবেন বিদেশি। সভাপতিকে জানালে তিনি বলেন, ‘দেখো কোথা থেকে এবং কাদের নেওয়া যায়।’ আমি এখন এই তিনজন বিদেশি নিয়োগ চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছি।”

বর্তমানে দলে থাকা কোনো কোচ বাদ যাবেন কি না, এমন প্রশ্নে কিরনের সোজা উত্তর, “না, বর্তমান কোচিং স্টাফের কাউকে বাদ দেওয়া হবে না। নতুন বিদেশি কোচরা বিদ্যমান স্টাফের সঙ্গে কাজ করবেন। আমি এক মাস আগে সভাপতিকে প্রস্তাব দিয়েছিলাম যেন বর্তমানদের রেখে আরও তিনজন নতুন কোচ নেওয়া হয়। তিনি তখন দায়িত্ব দিয়ে বলেন, তুমি বিষয়টা দেখো। এরমধ্যেই একজন ট্রেইনারের বায়োডাটা আমি সভাপতির কাছে পাঠিয়েছি। উনি এখন সেটা দেখছেন।”

আগামী এএফসি নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। চীনের নারী দল এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন এবং তিনবারের শিরোপাজয়ী। দীর্ঘদিন পর এশিয়ার মঞ্চে ফিরছে উত্তর কোরিয়া, যারা সবচেয়ে সফল দল হিসেবে রেকর্ড গড়েছে আগেই। আর উজবেকিস্তান সাম্প্রতিক সময়ে ধারাবাহিক উন্নতি দেখিয়ে আলোচনায় এসেছে।

এশিয়ার এমন কঠিন গ্রুপে লড়তে হলে শক্তিশালী কোচিং স্টাফ গড়া ছাড়া উপায় নেই বলেই মনে করছেন বাফুফের কর্মকর্তারা। তাই বিদেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ করেই বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের নারী ফুটবল।

সূত্রঃ ডেইলি সান বিডি