দক্ষিণ কোরিয়া চ্যালেঞ্জ, লক্ষ্য এশিয়ান কাপের মূল পর্ব

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে অপরিবর্তিত সাফ চ্যাম্পিয়ন স্কোয়াড নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

BANGLADESH WOMEN'S FOOTBALLBANGLADESH W U-20 FOOTBALL

ফাহিম লিংকন

7/31/20251 min read

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলকেই ধরে রেখে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার প্রকাশিত ২৩ সদস্যের এই দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

কোচ পিটার বাটলারের শিষ্যরা আগামী ২ আগস্ট লাওস রওনা দেবে। ৬ থেকে ১০ আগস্ট পর্যন্ত 'এইচ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও টিমর-লেস্তে।

গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া—যারা টুর্নামেন্টের ইতিহাসে দুইবার চ্যাম্পিয়ন ও সর্বশেষ আসরে তৃতীয় হয়েছিল।

ঢাকায় সংবাদ সম্মেলনে কোচ বাটলার বলেন, “দক্ষিণ কোরিয়া নিঃসন্দেহে সেরা দলগুলোর একটি। তবে আমাদের প্রথম লক্ষ্য লাওস ম্যাচ।”

অধিনায়ক আফেইদা খন্দকার জানান, “আমরা ধাপে ধাপে এগোতে চাই। কোচের পরিকল্পনা অনুযায়ী খেললেই আমরা মূল পর্বে জায়গা করে নিতে পারব।”

গত বাছাইপর্বে বাংলাদেশ তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারালেও ইরানের কাছে হেরে বাদ পড়ে। ২০১৯ আসরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

চলতি বাছাইয়ে ৩৩টি দল আট গ্রুপে ভাগ হয়েছে। আট চ্যাম্পিয়ন ও সেরা তিন রানারআপ ২০২৬ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে খেলবে, যার আয়োজক থাইল্যান্ড। সেখান থেকে শীর্ষ চার দল জায়গা পাবে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে, পোল্যান্ডে।

---

বাংলাদেশ দল (২৩ জন):

গোলরক্ষক: মাইল আক্তার, স্বর্ণা রানি মন্ডল, ফরদৌসি আক্তার সোনালী

ডিফেন্ডার: আফেইদা খন্দকার (অধিনায়ক), নাবিরান খাতুন, পূজা দাস, সুরমা জান্নাত, জয়নব বিবি রিতা, কানন আক্তার, কানন রানি বাহাদুর, রুমা আক্তার

মিডফিল্ডার: স্বপ্না রানি, মুনকি আখতার, ঐশী খাতুন, আয়ন্ত বালা মাহাতো, রূপা আক্তার, বন্যা খাতুন, নাদিয়া আক্তার জুতি

ফরোয়ার্ড: মোসাম্মত সাগরিকা, শ্রীমতি তৃষ্ণা রানি, শান্তি মার্ডি, উমেহলা মারমা, সিংহ জাহান শিখা

---

সূত্রঃ দি ডেইলি স্টার বিডি