মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের নারী ফুটবল দল

এএফসি নারী এশিয়ান কাপে অভিষেকের হাতছানি

BANGLADESH WOMEN'S FOOTBALL

ফাহিম লিংকন

7/3/20251 min read

ইয়াঙ্গুন – বাংলাদেশ নারী ফুটবল দল তাদের ইতিহাসের অন্যতম বড় জয় তুলে নিল মিয়ানমারের বিপক্ষে। বুধবার (২ জুলাই) থুয়ুন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলার স্বপ্নে আরেক ধাপ এগিয়ে গেল পিটার বাটলারের দল।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার ছিল এই ম্যাচের ফেভারিট। তবে মাঠে দেখা গেল ভিন্ন দৃশ্য। আত্মবিশ্বাসী ও সংগঠিত পারফরম্যান্সে লড়াইটা নিজেদের করে নেয় লাল-সবুজের মেয়েরা।

রিতুপর্ণার জোড়া গোল, রূপকথার গল্প লিখছেন তিনি
ম্যাচের নায়িকা ছিলেন মিডফিল্ডার রিতুপর্ণা চাকমা। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে ১৭তম মিনিটে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় স্বাগতিকরা। তবে রিতুপর্ণা আবারও জ্বলে ওঠেন ৭২ মিনিটে। মাঝমাঠ থেকে একক চেষ্টায় রক্ষণ ভেঙে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন তিনি। ৮৮ মিনিটে মিয়ানমারের উইন একটি গোল শোধ দিলেও, তাতে বাংলাদেশের জয়ের গল্প থেমে যায়নি।

শেষ সময়ের চাপ সামলে দলটি ধরে রাখে লিড, নিশ্চিত করে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক জয়।

এশিয়ান কাপে সুযোগ এখন এক জয় দূরে
এই জয়ে গ্রুপ ‘সি’-তে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। এখন গ্রুপ পর্বে বাকি রয়েছে শুধু তুর্কমেনিস্তানের বিপক্ষে একটি ম্যাচ। সেখানে জয় পেলেই নিশ্চিত হবে ইতিহাস—প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নেবে বাংলাদেশ। বাহরাইনকেও পেছনে ফেলবে তারা পয়েন্ট টেবিলে।

এই জয়ে কেবল একটি ম্যাচ নয়, এক প্রজন্মের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার পথে। পিটার বাটলারের শিষ্যদের জন্য এখন দরকার আর মাত্র একটি জয়—যা হতে পারে বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্ত।