এশিয়ান স্বপ্নে প্রথম ধাপ, ক্যাম্পে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ারকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশের প্রস্তুতি। ভিয়েতনামে বাছাই পর্বে অংশ নেওয়ার লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে ক্যাম্প।

BANGLADESH MEN'S FOOTBALLBANGLADESH MEN'S U-23

ফাহিম লিংকন

8/1/20251 min read

শুরু হওয়া এই ক্যাম্পে প্রাথমিকভাবে ১৯ জন ফুটবলার রিপোর্ট করেছেন। ২৯ সদস্যের স্কোয়াডের বাকি ফুটবলাররা পরবর্তীতে বাহরাইনে প্রস্তুতি ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন।

ঢাকার একটি হোটেলে শুরু হয়েছে ক্যাম্প, যা চলবে ১৩ আগস্ট পর্যন্ত। এরপর দলটি যাবে বাহরাইনে, সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সেখান থেকে ফিরে তারা রওনা দেবে মূল মিশনের গন্তব্য ভিয়েতনামের উদ্দেশে।

প্রাথমিক স্কোয়াডে রয়েছেন ১৮ জন দেশীয় ফুটবলার এবং একজন প্রবাসী ফুটবলার—যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। তিনি বাফুফে ট্রায়াল থেকে নির্বাচিত একমাত্র প্রবাসী ফুটবলার হিসেবে এই ক্যাম্পে ডাক পেয়েছেন।

এই স্কোয়াডে এখনও কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার যোগ দেননি, যারা এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইপর্বে অংশ নিচ্ছেন। সেই পর্ব শেষ হবে ১২ আগস্ট, যেখানে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস খেলছে কাতারে। ওই ম্যাচ শেষে কয়েকজন ফুটবলার স্কোয়াডে যোগ দেবেন। এছাড়া আবাহনীতে থাকা অনূর্ধ্ব-২৩ ফুটবলাররাও পরে ক্যাম্পে অংশ নেবেন।

টিম ম্যানেজমেন্টের আশাবাদ

দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে ইতিবাচক মনোভাব।

এক খেলোয়াড় শাকিল আহমেদ তপু বলেন,

“এই ক্যাম্পে অনেক ভালো মানের ফুটবলার এসেছে। আমাদের মানসিকতা প্রথম দিন থেকেই দৃঢ়। আশা করছি, দলটা ভালো কিছু করবে।”

কর্মকর্তা শাহিন হাসান জানান,

“২৩ বছর বয়সী ফুটবলারদের ওপর এবার ফেডারেশন বিশেষ গুরুত্ব দিচ্ছে। এমনকি জাতীয় দলের জন্যও এখান থেকেই প্লেয়ার নেওয়ার পরিকল্পনা আছে।”

প্রবাসীদের জন্য দরজা এখনও খোলা

যদিও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার বিভিন্ন কারণে এই দফায় ক্যাম্পে যোগ দিতে পারেননি, তবুও বাফুফে জানিয়েছে, তাদের জন্য দরজা বন্ধ হয়ে যায়নি। বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন,

“প্রবাসীদের জন্য দরজা সবসময় খোলা। যখনই টিম ম্যানেজমেন্ট ও কোচ তাদের প্রয়োজন মনে করবে, তখনই আবার ডাক পাবে তারা।”

শেষ কথা

অনূর্ধ্ব-২৩ দলের এই প্রস্তুতি মিশন শুরু হয়েছে স্বপ্ন ও বাস্তবতা—দুটিকে সামনে রেখেই। দেশের নারী জাতীয় দল ইতোমধ্যেই এশিয়ান কাপে মূল পর্বে জায়গা করে নিয়েছে। এবার পালা ছেলেদের এই বয়সভিত্তিক দলটির। পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হলে, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ে অনূর্ধ্ব-২৩ দলও পৌঁছাতে পারে মূল পর্বে।

সূত্রঃ একাত্তর