এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব: গ্রুপ এইচে বাংলাদেশ, প্রতিপক্ষ জর্ডান ও চাইনিজ তাইপে!

২০২৬ এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (AFC) প্রধান কার্যালয় মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে।

BANGLADESH WOMEN U-17 FOOTBALL

ফাহিম লিংকন

8/7/20251 min read

ড্র অনুযায়ী, গ্রুপ এইচে স্থান পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জর্ডানচাইনিজ তাইপে

এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জর্ডানে; তারা আয়োজক দেশ হিসেবে নির্ধারিত হয়েছে। ম্যাচসমূহ ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এই বাছাইপর্বের মাধ্যমে মূল পর্বের জন্য বাকি আটটি দল নির্ধারিত হবে। ইতোমধ্যে চীন (স্বাগতিক), উত্তর কোরিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া মূল পর্বে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশের মেয়েদের সামনে এই প্রতিযোগিতা হবে নিজেদের মেলে ধরার ও এশিয়ার শীর্ষ পর্যায়ের টুর্নামেন্টে জায়গা করে নেওয়ার চমৎকার সুযোগ।

#BangladeshU17Women #BangladeshFootball #AFCU17WomensQualifier #BangladeshWomen